জানুক না

দীপঙ্কর দাশগুপ্ত

আমায় সবাই মেষপালকই জানুক,
আলখাল্লা জীর্ণ এবং বাঁশি
সঙ্গী থাকুক সতত, উন্মনে
বজায় রেখে সকল অভিলাষই।

যখন তুমি মেঘের কোলে মেঘের
তূর্য বাজাও অনন্য উল্লাসে,
দিবাস্বপ্ন ে জানি আমায় দেবেই
জায়গাটুকু অসম্ভবের পাশে।

মনের ভিতর মনের খাঁচা ভরে
বাগ্মী ঋতু বৃষ্টি আনে আনুক,
যদিও আজ একলা পরবাসে,
আমায় সবাই মেষপালকই জানুক।

ফেসবুক মন্তব্য